শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে স্কুল ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুর আয়োজিত এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর সহযোগিতায় স্কুল ভলিবল টুর্নামেন্ট-২০১৫’র উদ্বোধন হয়েছে।

ভলিবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক সমীরণ ঘোষের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আনিস হোসেন দুলাল। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম হোসেন, কোষাধ্য জাহেদী পারভেন অপূর্ব, নির্বাহী সদস্য সৈয়দ আজাদুর রহমান বিপু, মোস্তাক আহম্মেদ ও সাবেক ভলিবল খেলোয়াড় রাহেনুল ইসলাম রায়হান। উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি সুব্রত মজুমদার ডলার বলেন, এখন থেকে আগামী দিনের ভলিবল খেলোয়াড় সৃষ্টি হবে। দিনাজপুরে খেলার যে উৎসব শুরু হয়েছে তার অবদান রয়েছে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর। দিনাজপুরে ভলিবলের যে ঐতিহ্য ছিল তা ধরে রাখতে খেলোয়াড়দের আরো বেশী করে ভলিবল খেলার চর্চা করতে হবে। উল্লেখ্য দিনাজপুর জেলার ১০টি স্কুল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় দিনাজপুর জিলা স্কুল বনাম দিনাজপুর উচ্চ বিদ্যালয় এবং সেন্ট ফিলিপস স্কুল বনাম রয়েল রেসিডেন্সিয়াল স্কুল অংশ নেয়।

Spread the love