মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে স্থানীয় সরকার ব্যবস্থা জবাবদিহিমূলক করণে মানব কল্যান পরিষদের প্রেস ব্রিফিং

দিনাজপুর প্রতিনিধি : স্থানীয় সরকার ব্যবস্থা স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে উন্নয়ন প্রতিষ্ঠান মানব কল্যান পরিষদ বুধবার প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

বুধবার সকালে মানব কল্যান পরিষদের দিনাজপুর জেলা কার্যালয়ে সদর উপজেলার ৪টি ইউনিয়ন ফাজিলপুর, শশরা, কমলপুর ও শেখপুরার মহিলা মেম্বারদের সমন্বয়ে স্থানীয় সরকার ব্যবস্থা স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এক প্রেস ব্রিফিংয়ে কর্মকান্ড তুলে ধরেন দিনাজপুরের জেলা সমন্বয়কারী মোঃ ইয়াসিন আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি মহিলা মেম্বার হাসমিন লুনা, প্রোগ্রাম ফ্যাসিলেটর আসমা খাতুন ও মাঠ সংগঠক অবিনাশ চন্দ্র রায়।

ইউরোপীয় ইউনিয়ন ও ডিয়াকোনিয়ার আর্থিক সহযোগিতায় মানব কল্যান পরিষদ ৩টি জেলা দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের ৬টি উপজেলার ২৫টি ইউনিয়নে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করণের লক্ষ্যে প্রকল্প কর্মকান্ড পরিচালনা করছে। ২০১৩ সালের মে মাসে শুরু হওয়া এই প্রকল্প কার্যক্রম আগামী ২০১৭ সালের এপ্রিলে সমাপ্ত হবে।

Spread the love