মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমাপ্তি হয়। ২য় পর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ হায়দার আলী, প­্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুরের ইউনিট ম্যানেজার মোঃ মোবারক হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ সায়হান আলী, সোস্যাল ইকো ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) দিনাজপুরের জোনাল ম্যানেজার এসএম আব্দুল খালেক, প্রজেক্ট কোWosh Usdo-অর্ডিনেটর মোঃ আইউব হোসেন, জেলা হাইজিন অফিসার বাদল চন্দ্র রায় প্রমুখ। র‌্যালীতে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইএসডিও, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও সমূহের প্রতিনিধি অংশ নেয়। সর্বশেষে এডিসি জেনারেল মোঃ আবু রায়হান মিঞা নিজেই সাবান দিয়ে হাত ধুয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।

Spread the love