শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে হালকা শিলা বৃষ্টিপাত

দিনাজপুর প্রতিনিধিঃ

 

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে হঠাৎ টান্ডা বাতাসের সাথে হালকা শিলা বৃষ্টি হয়েছে । এতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও হালকা ক্ষতি হয়েছে বলেও কৃষি কর্মকর্তারা জানিয়েছে ।

 

বৃহস্পতিবার ভোর থেকে সকাল সাড়ে ৯ পর্যন্ত ২.২ মিমিমিটার বৃষ্টি হয়েছে বলেও রেকর্ড করা হয়েছে ।

 

দিনাজপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মতলুবুর রহমান জানায় , সকালে যে পরিমান বৃষ্টিপাত হয়েছে এতে ব্যাপক ক্ষতি না হলেও হালকা ধরনের ক্ষতি হয়েছে । বিশেষ করে উঠতি আলুর পচন ও আগাম জাতের লিচুর মুকুলের ক্ষতি হয়েছে । তবে দিন ১০/১৫ পর বৃষ্টি হলে   লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ।

 

দিনাজপুর আবহাওয়া অফিসের টিপিও কর্মকর্তা জীবন আহমেদ জানায় , দিনাজপুর সদর , বীরগঞ্জ, বিরল, হাকিমপর ,ফুলবাড়ী , ও বিরামপুর উপজেলায় বৃষ্টিপাত হয়েছে । বৃহত্তর দিনাজপুর জেলা ঘেষা হিমালয়ে পর্বত থাকায় আকাশে মেঘ জমে থাকার কারনে এই সময়ে বৃষ্টিপাত হয়েছে । দুই চার দিন পর আরোও ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও তিনি জানিয়েছেন ।

Spread the love