শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপি এর দিনভর জঙ্গী প্রতিরোধে মতবিনিময় সভা

সাহেব, দিনাজপুরঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তারাবির নামায ও সেহেরীর সময় ‘‘আল­াহু আকবর’’ বলে যারা মানুষ জবাই করছে তারা মুসলমান হতে পারে না উলে­খ করে বলেছেন, বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে, ব্যবসা-বাণিজ্যর প্রসার ঘটছে। প্রবৃত্তি বাড়ছে। দেশের উন্নয়ন ত্বরাণিত হচ্ছে। তখন জঙ্গি সৃষ্টি করে একের পর এক পুরহিত, হিন্দু, খ্রিষ্টানদের হত্যা করেও এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়নি। তখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মুসলিমদের হত্যা ও মসজিদ, মাদ্রাসাকে টার্গেট করে ক্ষমতায় যেতে চায়। জঙ্গি উত্থানের পিছনে মদদকারীরা আজ চিহ্নিত হয়েছে। এই অপশক্তিকে পরাভূত করতে হলে একাত্তরের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বাংলাদেশকে আফগানিস্তান, লেবানন, সিরিয়া তুরষ্ক হতে দেয়া হবে না উলে­খ করে আরও বলেন, ওই অপশক্তি বাংলাদেশে আসা উন্নয়নকামী দেশের ইঞ্জিনিয়ার ও বায়রারদের হত্যা করে বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে চায়। আর এ কারনেই জার্মানি থেকে আগত মেট্রো রেলের ইঞ্জিনিয়ার ও গার্মেন্স, Shaheb dinajpur IKBAL 3 Shaheb dinajpur IKBAL.1 Shaheb dinajpur IKBAL.2বায়ারারসহ ২১ জনকে হত্যা করা হয়েছিল গুলশানের ওই হোটেলে। কোরআনের কোথাও নেই মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। তবুও মানুষ হত্যা করা হচ্ছে। উদ্দেশ্যে একটাই এদেশে বিদেশিদের হস্তক্ষেপ করে ক্ষমতা দখলের। এই ষড়যন্ত্র বাংলাদেশের বীর জনগন প্রতিহত করবে। ৩০ জুলাই শনিবার হুইপ ইকবালুর রহিম দিনাজপুর উৎসব কমিউনিটি সেন্টারে জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা ও প্রতিরোধ দিনাজপুর শহর কমিটি আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদের বিরুদ্ধে ‘‘রূখে দাঁড়াও বাংলাদেশ’’মতবিনিময় সভায় এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা, আইনজীবি, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও সামাজিক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের জঙ্গীবাদ বিরোধী এই আলোচনা সভা ৭১’র যুদ্ধের মতো জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার প্রস্ত্ততির মতো রূপ নেয় এই মতবিনিময় সভা। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের বক্তব্যের মধ্যে দিয়ে উচ্চারিত হতে থাকে ‘‘আর ঘরে বসে থাকার সময় নেই ইকবালুর রহিমের নেতৃত্বে দিনাজপুরে জঙ্গী, সন্ত্রাস বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু প্রতিরোধ নয় জঙ্গী মদদকারীরা ইসলামের নামে কোন মেধাবী ও বিত্তবান ঘরের সন্তানদের মগজ ধোলাই করতে না পারে সেই বিষয়টিও এই জঙ্গী বিরোধী যুদ্ধের তালিকায় আনতে হবে। মতবিনিময় সভায় আগামী ২ আগষ্ট জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে জঙ্গী বিরোধী  সমাবেশ ও র‌্যালীকে জনসমুদ্রে পরিণত করে জঙ্গীদের বিরুদ্ধে জানান দেয়ার শপথ নেয়া হয়।

দিনাজপুর চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি ও জঙ্গী প্রতিরোধ কমিটির আহবায়ক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষের সঞ্চালনে বক্তব্য রাখেন, দিনাজপুর চেম্বার অব কর্মাসের সভাপতি হূমায়ুন রেজা ফারুক শামীম, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সাঈদুর রহমান, উদিচির সভাপতি সত্য ঘোষ, আইনজীবি সমিতির সাবেক সম্পাদক এ্যাড.নুরুজজ্জামান জাহানী, মহিলা পরিষদের সাবেক সভাপতি আজাদী হাই, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ বি.কে বোস, বিএমএর সাধারন সম্পাদক ডাঃ গোপী নাথ বসাক, সাংবাদিক শাহারিয়ার শহিদ মাহাবুব হিরু, সাংবাদিক আসাদুল­াহ সরকার, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাববী, হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, মটর পরিবহন মালিক গ্রুপের জাহেদ হোসেন রতন, পৌরসভার প্যানেল মেয়র আহমেদুজ্জামান ডাবলু, কাউন্সিলর তৈয়ব আল, হৈন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল চক্রবতি তপন, চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাধারন সম্পাদক সারোয়ার আশফাক লিয়ন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, নাট্য ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজুসহ প্রায় শতাধিক পেশাজীবি ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দিনভর জঙ্গী বিরোধী এই মতবিনিময় সভা জঙ্গী সন্ত্রাস প্রতিহত করার এক মিলনমেলায় পরিনত হয়। ধ্বনিত হতে থাকে জঙ্গী ও সন্ত্রাসের আস্তানা বাংলাদেশে থাকবে না।

Spread the love