বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ১০ ঘণ্টায় ২৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

Bristy Photoদিনাজপুরে অব্যাহত বৃষ্টিপাতের ফলে ১৯টি নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ১০ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তর ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে প্রকাশ, আজ রবিবার ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০ ঘন্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২ দিনে অবিরাম বৃষ্টিপাতের কারণে দিনাজপুর শহরের পাশদিয়ে প্রবাহিত পূণর্ভবা নদী ও সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত আত্রাই নদীসহ জেলার ছোটবড় ১৯টি নদীর পানি বেড়েই চলছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে জেলার নিম্নাঞ্চল ভরে গেছে। রাস্তাঘাট ও নিচু এলাকায় পানি জমে গেছে। অব্যাহত বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষের চলাফেরা বিঘœ ঘটছে। পাকারাস্তায় যানবাহন চলাচলে দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন রোডে যাত্রীবাহী বাস, মাল বোঝাই ট্রাকসহ অন্যান্য যানবাহন সড়ক দুর্ঘটনায় কবলিত হওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং বৃষ্টির পানি নদীতে পরিপূর্ণ হলে বন্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Spread the love