শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ৬৭ হাজার চকলেট বোমাসহ ১২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৬৭ হাজার পিস চকলেট বোমা, ২ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ৫টি মোটরসাইকেলসহ ১২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ জানান, গতকাল শুক্রবার রাত ১২টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বিজিবি’র টহলদল একাধিক অভিযান চালিয়ে এসব বিস্ফোরক, মোটরসাইকেল ও ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। বিজিবি’র টহলদল বিরামপুর উপজেলার কেটরা এলাকা থেকে ৬৭২ প্যাকেট চকলেট বোমা উদ্ধার করে। ওই প্যাকেট থেকে ৬৭ হাজার ২শ পিস চকলেট বোমা উদ্ধার করা হয়। অভিযানে দাউদপুর এলাকা থেকে ২ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট, ১১০ বোতল ফেন্সিডিল ও ৫টি মালিক বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অচিন্তুপুর এলাকা থেকে ৩টি বাইসাইকেল, ৩৯ কেজি কচ্ছপের শুটকি ও ৫০ প্যাকেট স্টিল সামগ্রি উদ্ধার করা হয়। ঘাসুড়িয়া এলাকা থেকে ৫টি থান কাপড় ও কসমেটিক্স সামগ্রি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মূল্য ১২ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে।

 

Spread the love