শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ৭৪টি মামলার আলামত হিসেবে রক্ষিত মাদক দ্রব্য ধ্বংসের নির্দেশ আদালতের

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পুলিশ কোটের মালখানায় সংরক্ষিত ৭৪টি ফৌজদারী মামলার আলামত ৩ হাজার ৩৪৩ বোতল ফেন্সিডিল, এক কেজি গাজা, ৫০ পুরিয়া হিরোইন, ৩১ লিটার চোলাই মদ আদালতে নির্দেশে ধ্বংস করা  হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৪ টায় দিনাজপুর পুলিশ কোটের সন্মুখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নামজুল হোসেনের উপস্থিতিতে সংরক্ষিত আলামতগুলো ধ্বংস করা হয়। ৭৪টি ফৌজদারী মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর আটককৃত ৩ হাজার ৩৪৩ বোতল ফেন্সিডিল, এক কেজি গাজা, ৫০ পুরিয়া হিরোইন, ৩১ লিটার চোলাই মদ পুলিশ কোটের মালখানায় আলামত হিসেবে রাখা হয়েছিল।

সংশি­ষ্ট মামলাগুলোর বিচার শেষে আলামতগুলো বিচারক ধ্বংস করার নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে প্রকাশ্য জন সন্মুখে মাদক দ্রব্যগুলো রোলার দিয়ে ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। এসময় কোট পুলিশ পরিদর্শক শহীদ সরওয়ারদী ও মালখানার ইনচার্জ এসআই আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

Spread the love