বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর ও হাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দিনাজপুর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিনাজপুরে ও হাবিপ্রবিতে স্বাধীনতা দিবস পালিত।

গতকাল বৃহস্পতিবার প্রথম প্রহরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে এক স্বাধীনতা র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৮ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাবিপ্রবি’র কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এর পর দিবসের তাৎপর্যের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্য দেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, পোষ্ট গ্র্যাজুয়েট অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ফজলুল হক, কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু হানিফ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানজিনা সুলতানা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাইনউদ্দিন আহমেদ, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফউদ্দিন, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস আলম, সাধারন সম্পাদক আ.ন.ম ইমতিয়াজ হোসেন, প্রগতিশীল কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক পারভেজ হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান।

HSTU- 01পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপরই শিক্ষক বনাম শিক্ষক, কর্মকর্তা বনাম কর্মকর্তা, ছাত্র বনাম ছাত্র, কর্মচারী বনাম কর্মচারীদের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শিক্ষিকা বনাম শিক্ষিকা ও ছাত্রী বনাম ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় মিউজিক্যাল চেয়ার। খেলাধুলা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রম্নহুল আমিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাদ যোহর শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কমনা করে কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে তিন দিন ব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Spread the love