বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর খাদ্য শস্য মালিক গ্রুপ এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক বলেছেন, তোমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মেধা ও শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপুর্ন অবদান রাখবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জন্য অনেক কষ্টের প্রয়োজন। আমাদের এগিয়ে চলার পথে একটু অনুপ্রেরণা জোগায় তবেই এই শিক্ষাবৃত্তি প্রদান স্বার্থক হবে।

গতকাল বুধবার দিনাজপুর খাদ্য শস্য মালিক গ্রুপ এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গ্রুপের সভাপতি একথা বলেন। খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন  তোমাদের নিয়মতান্ত্রিক সৌহার্দপুর্ন স্বাস্থ্য সুন্দর সত্য শান্তি ও কল্যাণময় জীবন গড়ে তুলতে হবে। আমাদের এই বৃত্তি তোমাদের যেন জীবনে প্রতিষ্ঠিত হয়ে অন্যদের সহযোগিতা করার আশ্বাস যোগায়। কারণ আমরা  যদি শুধু নিজেরা এগিয়ে যাই আর অন্যরা পিছে পড়ে পড়ে যায় তাহলে কোন স্বার্থকতা নেই। আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে যাই তাহলে আমাদের স্বার্থকতা। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ১০ জন অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য দিলীপ কুন্ডু, সাধারণ সদস্য মো. মোর্শেদ আলী  এবং বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

Spread the love