শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর চেম্বারের নির্বাচনে মোছাদ্দেক প্যানেল ১৩টি ও প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের ৬টি পদে বিজয়ী

Dccদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৯টি পদের মধ্যে মোছাদ্দেক-আনোয়ারম্নল প্যানেল ১৩টি ও প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ প্যানেল ৬টি পদে বিজয়ী হয়েছেন।

গত শনিবার সকাল সাড়ে ৮টা হতে বিকেল ৫টায় ভোটগ্রহন শেষ হয়। এ নির্বাচনে জেলার ১১২১ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ১০৭৬ ভোটার ভোট প্রদান করেন।

চেম্বারের নির্বাচনে মোছাদ্দেক-আনোয়ারম্নল প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন-মোঃ মোছাদ্দেক হুসেন প্রাপ্ত ভোট ৭০৩,, মোঃ আনোয়ারম্নল ইসলাম প্রাপ্ত ভোট ৭১৮, সারওয়ার আসফাক আহমেদ লিয়ন প্রাপ্ত ভোট ৬৬০, মোঃ সিদ্দিক গজনবী প্রাপ্ত ভোট ৫৮৬, আলহাজ্ব গোলাম হামিদুর রহমান প্রাপ্ত ভোট ৫৮৮, আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক প্রাপ্ত ভোট ৫৯২, প্রতাপ কুমার সাহা পানু প্রাপ্ত ভোট ৫২৮, মোঃ শামীম কবির প্রাপ্ত ভোট ৬০৭, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন প্রাপ্ত ভোট ৫০৯, মোঃ রাহবার কবীর পিয়াল প্রাপ্ত ভোট ৫৪১, মোঃ মোসত্মফা কামাল মিলন প্রাপ্ত ভোট ৫৩৩, শাহিদ রিয়াজ পিম প্রাপ্ত ভোট ৬০৭।

অপরদিকে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন–রেজা হুমায়ূন ফারম্নক (শামিম চৌধুরী) প্রাপ্ত ভোট ৬৭৩, মোঃ আতাউর রহমান চৌধুরী প্রাপ্ত ভোট ৫৬৩, সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রাপ্ত ভোট ৫৭৮, মোঃ সুজা-উর-রব প্রাপ্ত ভোট ৬৫৪, শ্যামল কুমার ঘোষ প্রাপ্ত ভোট ৫২৪, মোঃ আখতারম্নজ্জামান জুয়েল প্রাপ্ত ভোট ৫৪০।

এবারে দিনাজপুর চেম্বারের নির্বাচনে ১৯টি পদে দু’টি প্যানেল থেকে ৩৮ ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশানারের দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট আশফাক আহমেদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অশোক কমার কুন্ডু ও গোলাম নবী দুলাল।

Spread the love