শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর জেলায় ২৩ জন করোনায় আক্রান্ত আর ১২ জন সুস্থ

রাজু বিশ্বাস॥ গতকাল বিকাল ৪টায় সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুছ জানান যে ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরে ১০ জন, বিরলে ০৪ জন, বিরামপুরে ০১ জন, ফুলবাড়ীতে ০২ জন, হাকিমপুরে ০১ জন, কাহারোলে ০১ জন ও পার্বতীপুর উপজেলায় ০৪ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে।
দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১৮৮ জন এর মধ্যে (দিনাজপুর সদর-২৮০২ জন, বিরল-৩০৫ জন, বিরামপুর-৩৩০ জন, বীরগঞ্জ-১৬২ জন, বোঁচাগঞ্জ-১৫০ জন, চিরিরবন্দর-২১৬ জন, ফুলবাড়ী-১৮৪ জন, ঘোড়াঘাট-৯০ জন, হাকিমপুর-৮৮ জন, কাহারোল-১৭১ জন, খানাসামা- ১১৫ জন, নবাবগঞ্জ-১৪৩ জন ও পার্বতীপুর-৪৩২ জন) মোট ১৩টি উপজেলায়।
আরও গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ১২ জন রোগী সুস্থ হয়েছে।
অদ্যাবধি দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৭৮৩ জন।
অদ্যাবধি দিনাজপুরে (কোভিড-১৯) আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১০৪ জন।
বর্তমানে ২৮২ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ১৯ জন রয়েছে।
গত ২৪ ঘন্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ৫৩টি।
গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ১২১টি রিপোর্টের মধ্যে ২৩টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ৯৮টি রিপোর্ট নেগেটিভ হয়েছে এবং অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৩৮৮১৬টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ৩৬১৫০টি।২৪ ঘন্টায় কোয়ারেনটাইম এর সংখ্যা ৯৩ জন। আর মোট কোয়ারেন্টাইন গ্রহন করেছে ৩১৪৯৫ জন ।
২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৬৩ জন, মোট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৩০৯৬০ জন।
বর্তমানে দিনাজপুর জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০১ জন এবং শনাক্তের হার শতকরা-১৯.০০ জন।
এখন পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা- ১,২৮,৯৫৪ জন।

Spread the love