শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা ছাত্র ইউনিয়নের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত

জিন্নাত হোসেন : ১২ এপ্রিল রোববার দিনাজপুর লোকভবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দিনাজপুর জেলা সংসদের ২৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা চাকসু সাবেক সহ-সভাপতি শামসুজ্জামান হিরা৷ বক্তব্য রাখেন প্রধান অতিথি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম জিলানী শুভ৷

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, জেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আশরাফুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এস.এম চন্দন, জেলা ছাত্রনেতা রশিদুল ইসলাম রানা, রাজ চন্দ্র রায়, জামিরুল ইসলাম, শিশির শাহ৷ সম্মেলনে আজীবন সম্মাননা প্রদান করা হয় জেলা কমিউনিষ্ট পার্টির সবেক সভাপতি আবুল কালাম আজাদকে৷ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ সরকার৷

উদ্বোধনী অধিবেশনে সাবেক ছাত্রনেতা সামসুজ্জামান হিরা বলেন যে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ধনিক শ্রেণির মুঠোবন্দি৷ এদেশে শিক্ষা এখন টাকাওয়ালাদের জন্য সীমাবন্ধ হয়ে যাচ্ছে৷ ধীরে ধীরে, চাকরির ক্ষেত্রে পরিণত হচ্ছে সরকারি দলের আশির্বাদপুষ্টদের ঘুষ-দূর্নীতি-স্বজপ্রীতির বাজার৷ লাগমহীনভাবে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম, আর আনুপাতিক হারে দাম কমেছে মানুষের জীবনের৷ ক্ষমতাকেন্দ্রীয় রাজনীতির নিষ্ঠুরতায় একদিকে পেট্রোল বোমা, আরেক দিকে ক্রসঢায়ার, পরিণতি একটাই-মৃত্যু, ক্ষতির শিকার মানুষ, যার সিংহভাগের অবস্থানে নোংরা রাজনীতির বাইরে৷

এই অবস্থার পরিবর্তনের জন্য দরকার রাষ্ট্রকাঠামোর পরিবর্তন৷ সমাজ পাল্টাতে চাই নিপীড়িত মানুষের ব্যাপকতম সম্মিলন এবং গণপ্রতিরোধ, ছাত্র-কৃষক-শ্রমিক জনতার ঐক্যবদ্ধ বিপ্লবী সংগ্রাম৷ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সেই আহ্বান জানায় ছাত্র সমাজসহ বিপ্লব আকাঙ্খী প্রতিটি মানুষকে৷ দিনাজপুর জেলা সম্মেলন সেই ডাক দিচ্ছে৷ সম্মেলন উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে৷

Spread the love