শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে শিশুদের মাঝে গাছ বিতরণ অনুষ্ঠানে দিসক অধ্যক্ষ

এম.আর মিজান: ১৫ জুলাই শনিবার গোবরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত শিশুদের মাঝে গাছ বিতরণ অনুষ্ঠান ২০১৭ কর্মসূচী পালিত হয়।

‘‘স্বাস্থ্য পুষ্টি- অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’’ ‘‘গাছ লাগায় যে, সম্পদশালী হয়ে সে’’-এই শ্নোগানকে সামনে রেখে গোবরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরম্নজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু  শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহজাহান নভেল, সাধাণ সম্পাদক আবুল কাশেম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী নাজির হোসেন নাজির, বিশিষ্ট সমাজসেবক আখতার আজিজ, শহর আওয়ামী লীগের সদস্য জুলফিকার আলী স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কুন্ডু প্রমুখ। প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও লাল-সবুজের পতাকা পেয়েছি। ঠিক সেভাবেই বর্তমানে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গঠনে অনন্য ভূমিকা পালন করে চলেছেন। তিনি আমাদের দেশকে শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিণত করার কাজ করে যাচ্ছেন। সে মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী গাছ লাগানোর উপর গুরম্নত্বারোপ করেছেন। আমাদেরকে তাই তার আহবানে সাড়া দিয়ে গাছ লাগাতে হবে। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতের সঞ্চয়ের চাবিকাঠি। শুধু গাছ লাগালে হবে না গাছকে পরিচর্যা করতে হবে। তোমরা জান গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ফল দেয়। এছাড়া বনজ গাছ বিক্রয় করে আমাদের ভবিষ্যতের সঞ্চয় হয়। তাই আমরা আমাদের  যতটুকু জায়গা থাকনা কেন আমরা সবাই মিলে বৃক্ষ রোপন করবো। অনুষ্ঠানে প্রতিটি শিশুকে দুটি করে বনজ, দুটি করে ফলজ ও একটি করে ঔষধি বৃক্ষ চারা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বলেন আমাদের আগামী প্রজন্মের বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই আমাদের প্রজন্ম সমত্মানদের বৃক্ষরোপনে উৎসাহিত করতে হবে।

Spread the love