শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা বিএনপির অফিসে তালা ঝুলিয়েছে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা

দিনাজপুর প্রতিনিধি : স্বেচ্ছাচারিতা এবং অর্থলিপ্সার অভিযোগ এনে দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ৩ প্রার্থী হেরে যাওয়ায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

শনিবার রাতে সদর উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পর বিক্ষুদ্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জলসহ অন্যান্য নেতাকর্মীদের বহিষ্কার করে নতুন কমিটির গঠনের দাবী জানান। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অবিলম্বে বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কটিমি গঠনের জন্য কেন্দ্রীয় সংগঠনের হস্তক্ষেপ কামনা করেন। নেতাকর্মীরা নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত অফিসে কোন নেতাকর্মীকে আসতে দেয়া হবে না বলেও সাংবাদিকদের জানান।

বিক্ষোভ প্রদর্শনকালে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুজ্জামান চৌধুরী খোকা, জেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম বুলু, জেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মামুদুল ইসলাম মাসুদ, জেলা ছাদ্রদলের আহবায়ক মোসত্মফা কামাল মিলন, পৌর তাতীদলের আহবায়ক মুন্তাসির চৌধুরী লাবু, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, তাতীদল, শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৫ মার্চ অনুষ্ঠিত দিনাজপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি হতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। একক প্রার্থী মনোনয়নে জেলা বিএনপি কোন উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীরা ৩টি পদেই হেরে যায়। এরই প্রতিবাদে নেতাকর্মীরা জেলা বিএনপির অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

Spread the love