শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে ‘ডায়াবেটিস এবং ল্যাব সায়েন্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রফিক প্লাবন, দিনাজপুর : ঢাকার বারডেম হাসপাতালের সাথে সংযুক্ত রেখে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধিভুক্ত ল্যাবরেটরীগুলোর পরীক্ষা-নিরীক্ষার মান উন্নয়নে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে ‘ডায়াবেটিস এবং ল্যাব সায়েন্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ এডভোকেট এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরী সায়েন্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ডা. এম শওকত হাসান এবং ইমিউনোলজি বিভাগের প্রিন্সিপাল রিসার্চ অফিসার ড. মোহাম্মদ সোহরাব আলম। স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধিভুক্ত সমিতি সমুহের ল্যাবরেটরীর পরীক্ষা-নিরীক্ষার মান উন্নয়নে চিকিৎসক ও ল্যব টেকনিশিয়ানগনের প্রশিক্ষন প্রদানসহ সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ডাঃ বি কে বোস এর সঞ্চালনায় সেমিনারের মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরী সায়েন্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ডা. এম শওকত হাসান এবং ইমিউনোলজি বিভাগের প্রিন্সিপাল রিসার্চ অফিসার ড. মোহাম্মদ সোহরাব আলম।এরপর দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের বিদ্যমান চিকিৎসা সেবা ও ল্যাবরেটরী বিভাগের কার্যক্রম সম্পর্কে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়সাল হাবিব এবং সিনিয়র সাইন্টিফিক অফিসার ডঃ পংকজ কুমার সরকার। সেমিনারে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির (বাডাস) অধিভুক্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, পীরগঞ্জ, রিরামপুর সমিতি সমুহের সভাপতি, সাধারণ সম্পাদক, চিকিৎসক, মেডিকেল টেকনোলজীষ্ট, ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর কার্যনির্বাহী পরিষদ এর সম্মানিত সদস্যগন ও হাসপাতালের চিকিৎসকগন ছাড়াও দিনাজপুর শহরের ১৫ জন জেনারেল প্রাক্টিশনারগন অংশগ্রহন করেন। এর আগে সকালে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের ল্যাবরেটরীসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Spread the love