শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর পল্লীশ্রীর মর্যাদায় গড়ি সমতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

আ: লতিফ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় পল্লী শ্রীর উদ্দোগ্যে নারীর অধিকার নিয়ে একটি ব্যাতিক্রমি র‌্যালীর আয়োজন করা হয় । মর্যাদায় গড়ি সমতা এই শ্লোগানকে সাথে নিয়ে একটি ব্যাতিক্রমি সাইকেল র‌্যালী বের করা হয় । নারীর অধিকার নিয়ে এই সাইকেল যোগে পাড়া ভিত্তিক ক্যাম্পেইন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে । নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়তে এই ব্যাতিক্রমি উদ্দোগ । নারীরা সমাজে আজ অবহেলিত । এই পুরুষ শাষিত সমাজ থেকে নারী অন্দোলনে নারীদের মুক্ত করা । লাঞ্চিত, বঞ্চিত নারীদের অধিকার আদায়ের লে এই আন্দোলন । মহাবিশ্বে আজ নারীরা পিছিয়ে নেই । বিভিন্ন কর্মযোগ্যে নারীর পদচারনা পরিলতি হয় । নারীরা আজ বিমান বাহিনীতে , সেনা বাহিনীতে , পুলিশ বাহিনীতে , মহাকাশ গবেষনায় আজ নারীরা , চিকিৎসা , স্বাস্থ্য , কৃষি বিজ্ঞান গবেষনায় আজ নারীরা ।   দণি বাসুলী মডেল ভিলেজ এর উদ্দোগে উপস্থিত ছিলেন প্রোগাম ফেসিলেটিটর রওনক আরা হক, সহযোগীতায় ছিলেন- ফিল্ড ট্রেইনার লাজিনা আক্তার , ফারহানা আখতার, চন্দনা রানী , এলাকার নারীরা ।

Spread the love