শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর-পার্বতীপুর সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-পার্বতীপুর সড়কটির প্রায় ৩০কি.মি এলাকা বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে সড়কটির দু’ধারের মাটি সরে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং নিচু স্থানে পানি জমে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে সড়কটিতে অহরহ দূর্ঘটনা ঘটছে। অনেক সময় ছোট যানবাহনগুলো বড় যানবাহনকে সাইড দিতে গিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে যাচ্ছে। ফলে এই ঝুঁকিপূর্ণ রাস্তাটিতে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির মতো ঘটনা।

গত ৬ মাসে এ সড়কটিতে দূর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন এ সড়কটি দিয়ে দু’সহস্রাধিক ট্রাক, যাত্রিবাহী বাস, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, ট্রাঙ্কলরি, ইজিবাইক, মেটরসাইকেল, নছিমন, করিমন, রিক্সাভ্যান চলাচল করায় সড়কটি মারাত্নক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে সড়কটি যাতায়াতের জন্য একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। রাসত্মাটি সরম্ন ও  বেহাল দশা হওয়ার কারণে যে কোন মূহুর্তে আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ সড়কটিতে গত ৬ মাসে ৩ জোড়া দম্পতি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার হলেন-পার্বতীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের ফিরোজ ও তার স্ত্রী সীমা, আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের আকতার ও তার স্ত্রী আরুফা, একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আ. সাত্তার ও রুমানা।

চিরিরবন্দরের ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম,  মোকারম হোসেন  মুকুল, শ্রমিক নেতা আসলাম আলী, ইয়াকুব আলী, বাস ড্রাইভার মোকছেদ আলী ও এনামুল  জানান, সড়কটির চওড়া ও সংস্কার করা অতীব জরুরী হয়ে দাঁড়িয়েছে। তারা সড়কটি চওড়া ও সংস্কার করার জন্য অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী করেন। তা না হলে সড়কটিতে দূর্ঘটনা লেগেই থাকবে। মানুষ অকালে প্রাণ হারাবে আবার অনেককেই পঙ্গুত্ববরণ করতে হবে। চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোরশেদ উল আলম জানান, এ সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে থাকে। সব দূর্ঘটনা পত্রিকায় আসে না। পার্বতীপুর, চিরিরবন্দর, সদর এলাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ লক্ষাধিক লোক জনবহুল ব্যস্ত সড়কটি সংস্কারের জন্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোঃ মোসত্মাফিজুর রহমান ফিজার এম,পি, ও জাতীয় সংসদের হুইপ মোঃ ইকবালুর রহিম এমপিসহ সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট দাবী জানিয়েছেন ।  

Spread the love