শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর পৌর শহরে ইউএনডিপি- ইউপিপিআরপি’র আওতাধীন বিশুদ্ধ পানি প্রকল্পের টিউবওয়েলগুলো এখন অকেজো

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর পৌর শহরে ইউএনডিপি ও ইউপিপিআরপি’র আওতাধীন বিশুদ্ধ পানি প্রকল্পে স্থাপিত টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়েছে। সংশিস্নষ্ট কর্তৃপক্ষ নজরদারি করছে না বলে অভিযোগ পৌরবাসীর।

জানা গেছে, ইউএনডিপি ও ইউপিপিআরপি’র আওতাধীন দিনাজপুর পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ডে পৃথকভাবে প্রায় ১৫টির অধিক টিউবওয়েল স্থাপনের কাজ সমাপ্ত করেছে ৩ মাস আগে। খরচও হয়েছে প্রতিটি টিউবওয়েলে প্রায় ৯ হাজার টাকা করে। কিন্তু টিউবওয়েলগুলো স্থাপনের ৩ মাস পরেই অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ পৌরবাসীর। সচেতন পৌরবাসী জানান, রক্ষণাবেক্ষণের অভাবে টিউবওয়েলগুলোর উপরের অংশ চুরি হয়ে যাচ্ছে। ফলে বিশুদ্ধ পানি প্রকল্প স্থবির হয়ে গেছে। এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সল হাবিব সুমন জানান, তাঁর ওয়ার্ডেই প্রায় ২০টির অধিক টিউবওয়েল স্থাপন করা হয়েছে। কিন্তু টিউবওয়েলগুলো অকেজো হয়েছে। কোনো টিউবওয়েলের উপরের অংশ নেই, আবার টিউবওয়েলগুলো দিয়ে পানি পাওয়া যাচ্ছে না। তিনি জানান, টিউবওয়েলগুলো স্থাপনের সময় মাটির নীচের গভীরতা ১২০ ফিট পর্যমত্ম থাকার কথা। কিন্তু সেই গভীরতা না থাকায় পানি পাচ্ছে না পৌরবাসী। ইউপিপিআরপি কর্তৃপক্ষ এ ব্যাপারে রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না রাখায় প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদের পৌরবাসীর নিকট।

Spread the love