শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর পৌর শহরে ডাস্টবিনগুলির বেহাল অবস্থা

বেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর পৌর শহরে ডাস্টবিনগুলি নিয়মিত পরিস্কার না হওয়ায় এলাকাবাসীরা ভোগান্তিতে পড়েছে। শহরের কিছু নির্দিষ্ট এলাকা ছাড়া পাড়া-মহল্লার ভিতরের এলাকায় ডাস্টবিনগুলি নিয়মিত পরিস্কার হচ্ছে না। পৌরসভার উদাসীনতা আর দায়িত্বহীনতার কারণে শহরবাসী ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।

 

ডাস্টবিনের আবর্জনা কুকুর-বিড়ালে টেনে ছিটিয়ে দিচ্ছে রাস্তার উপর, এতে নষ্ট হচ্ছে পরিবেশ। আর পথচারীকে দুর্গন্ধ থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে চলাফেরা করতে হচ্ছে। এখন দিনাজপুর পৌরসভার অবস্থা লেজে-গোবরে। আর পৌরবাসীর অবস্থা গোবরে কাপড়ে। এই ডাস্টবিনের ছবিটি তোলা হয়েছে দিনাজপুর পৌর শহরের রামনগর ইন্দ্রিরা মোড় থেকে। উক্ত ডাস্টবিনের ২ শত গজের মধ্যে রয়েছে একজন মহিলা কাউন্সিলরসহ অন্তত হাফ ডজন কর্মকর্তা-কর্মচারীদের বাসগৃহ। শুধু রামনগরেই নয় এ অবস্থা বিরাজ করছে দিনাজপুর পৌর শহরের প্রতিটি পাড়া-মহল্লায়।

Spread the love