শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর প্রতিবন্ধী বান্ধব ইউনিয়ন পরিষদ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠিত হলো জাতীয় কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি : প্রমেটিং রাইটস অব পিপল উইথ ডিজএ্যাবিলিটিজ থ্র ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ লোকাল গর্ভানেন্স এ্যান্ড সার্ভিস প্রোভাইডিং ইন্সটিটিউশন (পিআরপিডি-ডিআই) প্রকল্পের আওতায় ৭টি সহযোগি সংস্থার ২৮টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মেয়র, চেয়ারম্যান এবং সচিবদের অংশগ্রহণে দুইদিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) ঢাকায় প্রতিবন্ধী বান্ধব স্থানীয় সরকার শীর্ষক জাতীয় কর্মশালা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সিডিডির সহযোগি সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর পিআরপিডি-ডিআই প্রকল্পের ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ অংশগ্রহন করেন। সিডিসির নির্বাহী পরিালক যাদব চন্দ্র রায় এর নেতৃত্বে দিনাজপুরের ৪ ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, ৩নং ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোবারক আলী শাহ্, ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউপিন চেয়ারম্যান সুনিল কুমার রায়সহ ইউপি সদস্যগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্ব-স্ব ইউনিয়কে প্রতিবন্ধী বান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সিডিসির সভাপতি বাবু রমানাথ রায় ও ডিআরএফ শৈলেন চন্দ্র রায়।

Spread the love