শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর বিএমডিএ’র প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী,দিনাজপুর প্রতিনিধি ॥ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র আয়োজনে “ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণ (জিডিজেআইপি) শীর্ষক প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য বিএমডিএ পরিচালনা পর্ষদ, রাজশাহী একেএম মোস্তাফিজুর রহমান বাবু।

প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন বিএমডিএ ঠাকুরগাঁও এর প্রকল্প পরিচালক (জিডিজেআইপি) প্রকৌশলী রেজা মোঃ নুরে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান। স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ নুর ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমডিএ বিরল অফিসের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। উক্ত প্রকল্পের অবহিতকরণ সভায় বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিএমডিএর সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা “ভূ-উপরিস্থ পানি ব্যবস্থা বাড়ানো ও ব্যবহারের উপর গুরুস্ব আরোপ করেন। বক্তারা বলেন, দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় ও জয়পুর হাট জেলায় কৃষি ক্ষেত্রে “ভূ-উপরিস্থ পানি দিয়ে মাত্র আড়াই শতাংশ জমি চাষ আবাদ হয়ে থাকে। এই জেলা গুলোতে “ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাত্রা ১০ শতাঙশ পযন্ত বৃদ্ধি করা সম্ভব। এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Spread the love