শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর বেকারী মালিক সমিতির উদ্যোগে উৎপাদন স্থল পরিদর্শন

Dina Bakaryদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির উদ্যোগে শহরের প্রত্যেকটি বেকারীর উৎপাদন স্থল পরিদর্শন।

২০ জুলাই রোববার দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির উদ্যোগে শহরের প্রত্যেকটি বেকারীর উৎপাদন স্থল পরিদর্শন শেষে বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল­াহ ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, দিনাজপুরের সেমাইয়ে ফরমালিন এর কোন অস্তিত্ব নাই। প্রত্যেক বেকারীর সেমাই সাইন্সল্যাব ও বিএসটিআই এ নমুনা পাঠানোর ব্যাপারে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতি প্রশাসনের সহযোগিতায় কামনা করেছেন। কেমিক্যাল টেষ্টে ফরমালিন প্রমান পাওয়া গেলে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষনা করেছেন বেকারী মালিক সমিতি। এছাড়াও প্রতিটি বেকারী উৎপাদন স্থল (কারখানা) পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রত্যেক বেকারীকে ১ মাসের সময়সীমা নির্ধারণ করে দেন বেকারী মালিক সমিতির কার্য নির্বাহী কমিটি এই ১ মাসের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অর্জন করতে না পারলে বেকারী মালিক সমিতি আইনগত ব্যবস্থা নেবে। বেকারীর উৎপাদন স্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল­াহ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সহ-সভাপতি মিজানুর জামান রবি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদ, সদস্য মোঃ মোস্তফা, নুর মোহাম্মদ মিন্টু, রফিকুল ইসলাম, সচিব মোঃ সুমন প্রমুখ।

Spread the love