শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Womanদিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠকদের নিয়ে নারীর্ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনষ্ঠিত হয়।

৬ জুলাই রোববার খাজা নাজিম উদ্দীন হল ও লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত সংগঠকদের নিয়ে দিন ব্যাপী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফা বেগম ফেন্সির সঞ্চালনায় কর্মশালায় নারীর ক্ষমতায়নে গণ মাধ্যমের ভুমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন  সাংবাদিক কলামিষ্ট আজহারুল আজাদ জুয়েল। প্রশিক্ষণ কর্মশালার স্বাগত বক্তব্যে মারুফা বেগম বলেন নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে পরিবার, সমাজ ও রাস্ট্রের সংস্কৃতি বদলাতে হবে। নারীর সমাধিকারের ধারনাকে সকল স্তরে প্রতিষ্ঠিত করতে হবে। সকল স্তরের কর্মী ও নেত্রীবৃন্দকে নিজ নিজ কাজে দক্ষতা অর্জণ করতে হবে। এই দক্ষতা অর্জন এর লক্ষ্যে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষনের শুরুতেই ছিল পরিচয় পর্ব। এরপর হাউজরুল ও প্রত্যাশা চয়ন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা দুটি কর্ম অধিবেশনে ভাগ করা হয়। প্রথম কর্ম অধিবেশনে ‘‘নারীর ক্ষমতায়নে গণ মাধ্যমে ভুমিকা’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক কলামিষ্ট আজহারুল আজাদ জুয়েল এবং ‘‘নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন ও বাংলাদেশ মহিলা পরিষদ’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন মহিলা পরিষদ জেলা শাখার গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের সম্পাদক রুবি আফরোজ। দ্বিতীয় কর্ম অধিবেশনে ‘‘বাস্তব কাজের ধারা ও বাংলাদেশ মহিলা পরিষদ’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন মহিলা পরিষদ জেলা শাখার সংগঠন উপ-পরিষদের সম্পাদক রুবিনা আক্তার এবং ‘‘আর্থিক ব্যবস্থাপনা’’ বিষয়ে প্রশিক্ষক ছিলেন মহিলা পরিষদ জেলা শাখার অর্থ উপ-পরিষদের সম্পাদক রত্না মিত্র। প্রশিক্ষণার্থীদের ৩টি দলে বিভক্ত করা হয়। দলীয় কাজ, প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়। প্রশিক্ষণার্থীরা স্বতস্ফুর্তভাবে প্রশিক্ষণে অংশ নেন।

Spread the love