শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

Mohilaদিনাজপুর প্রতিনিধিঃ নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলসহ সামাজিক আন্দোলনে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করতে হবে। আওয়াজ তুলতে হবে নারী প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ করতে হবে। নারী পুরুষ সম্মিলিতভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যকর আন্দোলন গড়ে তোলাসহ পরিবার, সমাজ ও রাষ্ট্রের নারীর প্রতি সম্মান ও নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে হবে। নারীর প্রতি বিরাজমান পুরুষ তান্ত্রিক দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে।

গতকাল শনিবার দিনাজপুর সরকারী মহিলা কলেজে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।  মহিলা পরিষদের কোষাধ্যক্ষ রত্না মিত্র এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, শিক্ষা বোর্ডের সহকারী পরিদর্শক আলতাফ হোসেন, সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদিকা মনোয়ারা সানু, উপ-পরিষদের প্রচার সম্পাদক মওদুদা বেগম, জেলা কমিটির সদস্য মীন আরা পারভীন, সরকারী মহিলা কলেজের ছাত্র দীপালী রায়, আরজুমান বানু, মাধবী চক্রবর্তী, পারুল রায়, মেহেরাজ মুন্নি, ইয়াসমিন আক্তার, লাইলী নাহার লিটু, আলো প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা পরিষদের রবিনা আক্তার।

Spread the love