শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালককে স্মারকলিপি প্রদান

বদিউজ্জামান বাদল : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য বিষাক্ত দূষিত পানির নিষ্কাশনের ত্রুটির কারণে চাষাবাদে ব্যাহত হওয়ায় পানি নিষ্কাশন ত্রুটি দূরকরণসহ ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবীতে ১৫ ফেব্রুয়ারী রোববার বিশ্বনাথপুর ও খোদমাধবপুর কৃষকদের পক্ষে বাংলাদেশ কৃষক সমিতি গ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব সাদেকুল ইসলামও সদস্য সচিব মতিউর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালককে প্রদান করা হয়। উক্ত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, জেলার সভাপতি বদিউজ্জামান বাদল, সদর উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী প্রমুখ। খোদমাধবপুর ও বিশ্বনাথপুর গ্রামের কৃষকগণ স্মারকলিপিতে উলে­খ করেন যে, শতাধীক একর জমি কলেজ ও হাসপাতালের পেছনে বা দক্ষিন দিগে অবস্থিত। ৫/৬ বছর ধরে কলেজ ও হাসপাতালের ব্রজ্য মিশ্রিত দূষিত পানি আবাদী জমিগুলিকে সব সময় ডুবিয়ে দিচ্ছে। এতে উৎপাদন মারাক্তকভাবে ব্যাহত হচ্ছে এবং জমির উর্বরতা শক্তি দিনে দিনে হ্রাস পাচ্ছে। এই ক্ষতির কারণে তারা মোট অংকের ঋণের জালে জড়িয়ে পড়েছে।

উক্ত স্মারকলিপিতে নিম্নক্তো দাবীনামা পেশ করা হয়। (১) কি কারণে এই দূষিত পানির প্রবাহ আমাদের এইসব আবাদী জমিগুলোকে ক্ষতিগ্রস্থ করছে তা অনুসন্ধান করে তড়িৎ গতিতে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্তা নিতে হবে। (২) কলেজ ও হাসপাতালের পানি যেন আর কোনভাবে আবাদী জমি গুলেকে ক্ষতিগ্রস্থ করতে না পারে তার জন্য ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিগুলোকে নিরসন করতে হবে। এছাড়া কলেজ ও হাসপাতালের ভিতরের পানি দ্রুত গতিতে বের করার জন্য সিমানা প্রাচীরের মাঝে যে সব ফুকার তৈরী করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। (৩) স্থায়ী ব্যবস্থা হিসাবে কলেজ ও হাসপাতালের পানি প্রবাহ বৃহত্তর ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পার্শ্ববর্তি ঘাগড়াগুলোর সঙ্গে যুক্ত করে দিতে হবে। (৪) বিগত ৫/৬ বছর যাবত কাদের দ্বায়িত্বে অবহেলার জন্য পানি ব্যবস্থা ত্রুটির কারণে কৃষকদেরকে ক্ষতিগ্রস্থ করেছে তা অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে। এবং সেই সাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের কে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

Spread the love