শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার ১৮২টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে৷

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবার ৭৫হাজার একজন পরীক্ষার্থীর মধ্যে ৮৪৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল৷

গতকাল বুধবার বাংলা ১মপত্র পরীক্ষায় গাইবান্দা জেলায় একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে৷

এইচএসসি পরীক্ষা শুরুর পরে গতকাল বুধবার দিনাজপুর সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান৷

এ সময় দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আখতার সহ শিক্ষাবোর্ড ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

দিনাজপুর সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও পুলিশ সুপার মোঃ র“হুল আমিন জানান, এইচএসসি পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে এ লক্ষে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷

বোর্ড সুত্র জানায়, এই শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৯০ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী৷

পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, সুষ্ঠ ও শান্তীপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে৷ বোর্ডের পক্ষ থেকে ৬টি, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৪টি এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৬০টিসহ মোট ১৭০টি ভিজিলেন্স টিম গঠন করা হয়৷

এদিকে দিনাজপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দিনাজপুর জেলা কারাগার হতে বাংলা ১ম পত্রের পরীক্ষা দিচ্ছে ৭ জন পরীক্ষার্থী৷

জেলা কারাগার হতে ডেপুটি জেলার ফেরদৌস মিঞা জানান, ওই পরীক্ষার্থীরা মাদ্রাসা বোর্ড ২ জন ও কারিগরী বোর্ড ২সহ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর ৩ জন৷ সকলের বাড়ী জেলার বিভিন্ন উপজেলায়৷ জেলা কারাগরের ভিতরে নিয়ম মাফিক ভাবে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা৷

Spread the love