শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ডে এক বিষয়ে অকৃতকার্যর হার বেড়েছে

দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচ এস সি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এক বিষয়ে অকৃতকার্যের হার বেড়েছে।

যা গত বারের তুলনায় দশমিক ৬৪ শতাংশ বেশী।

প্রকাশিত ফলাফলে দেখা যায় যা গত বারের তুলনায় দশমিক ২১ শতাংশ পাশের হার বেড়েছে। তবে এক বিষয়ে অকৃতকার্যের হার বেড়েছে। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৫.৮৫ শতাংশ। যা গতবার ২০১৫ সালে ছিল ১৫.২১ শতাংশ। গতবারের চেয়ে দশমিক ৬৪ শতাংশ বেশী। সংখ্যায় গতবার ২০১৫ সালে ছিল ১৩ হাজার ৫৩৭ জন । যা এবার বেড়ে দাড়িয়েছে ১৬ হাজার ৩৪৪ জনে। যা গতবারের তুলনায় ২ হাজার ৮০৭ জন বেশী।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সমস্যা গুলো চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love