শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষাবোর্ডে শুরু হলোসোনালী ব্যাংকের শাখা

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি ঃ আনুষ্ঠানিকের মধ্য দিয়ে দিনাজপুর শিক্ষাবোর্ডে শুরু হলো সোনালী ব্যাংকের ১২৩০তম শাখা। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষাবোর্ড, দিনাজপুরের প্রশাসনিক ভবনের নীচ তলায় সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর শিক্ষা বোর্ড শাখার ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল হোসেন ও দিনাজপুর শিক্ষাবোর্ডের প্রশাসনিক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের ফলক উম্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম। ভার্চুয়ালের উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী।সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, দিনাজপুর নর্থ, দিনাজপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আবু হেনা গোলাম সাইয়েদে সাকলাইন-এর সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষাবোর্ড, দিনাজপুরের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দীন, উপ-সচিব মোঃ লুৎফর রহমান, সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’র অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, দিনাজপুর সাউথ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল রহমান। সঞ্চালনে ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড-এর দিনাজপুরে সিনিয়র অফিসার সাবরিনা আফরোজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর শিক্ষা বোর্ড শাখার ম্যানেজার সুমন্ত কুমার দাস, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মাসুদ আলম, সহ-সভাপতি তানজিমুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক মওদুদ উল করিম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজার রহমান রাজু, সাবেক সাধারন সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।এ ছাড়া সোনালী ব্যাংক লিমিটেড ও শিক্ষাবোর্ডের কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনার পুর্বে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ, সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর শিক্ষা বোর্ড শাখা উদ্বোধনের মধ্য দিয়ে অত্র এলাকার জনগনের নিকট ব্যাংকিং সেবা পৌছানোর ক্ষেত্রে শাখাটি উল্লেখযোগ্য ভুমিকা রাখার পাশাপাশি দিনাজপুর শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্টেক হোল্ডারগণও সর্বোত্তম সুবিধা পাবেন।

Spread the love