শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬ জন বহিস্কার : ৬৭৯ জন অনুপস্থিত

EXদিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ৩য় দিন ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অসাদুপায়ে নকল করার অভিযোগে ৬ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, আজ মঙ্গলবার এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর জেলার ৮টি বিভাগে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় মোট ৯০ হাজার ৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৬৯১ জন পরীক্ষার্থী উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসাদুপায়ে নকল করার অভিযোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া নুরুল হক ডিগ্রী কলেজের পরীক্ষার্থী মোঃ মিলন রানা, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া কলেজের পরীক্ষার্থী মোঃ শাহ আলম মিয়া, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী মহিলা কলেজের পরীক্ষার্থী শাহনাজ পারভীন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ কলেজের পরীক্ষার্থী তাজমুল হক, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী মমিনুর হোসেন এবং নীলফমারী সদর উপজেলার আইডিয়াল কলেজের পরীক্ষার্থী সাবিনা খাতুনকে বহিস্কার করা হয়েছে।

Spread the love