শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর শিল্পকলা একাডেমীতে সপ্তাহ ব্যাপী রবীন্দ্র সংগীত ও দেশাত্ববোধক গান বিষয়ক উচ্চতর প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

Robi Thakurদিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিল্পকলা একাডেমীতে সপ্তাহ ব্যাপী রবীন্দ্র সংগীত ও দেশাত্ববোধক গান বিষয়ক উচ্চতর প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন।

১৬ জুন সোমবার দিনাজপুর শিল্পকলা একাডেমী আয়োজিত শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৬-২২ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী রবীন্দ্র সংগীত ও দেশাত্ববোধক গান বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংগীতজ্ঞ ওস্তাদ সাইমুদ আলী খান। জেলা কালচারাল অফিসার আসফ-উদ-দৌলা জুয়েল এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, ভৈরবীর প্রতিষ্ঠাতা সভাপতি সুনিল মজুমদার, আমাদের থিয়েটার এর সাধারণ সম্পাদক মোঃ তারেকুজ্জামান তারেক, প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক রাকিবুল হাসান রবিন, একে আজাদ প্রধান, শিল্পকলা্একাডেমীর প্রশিক্ষক নোটন সরকার প্রমুখ। ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মাশালার ২২ জুন সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

Spread the love