মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর সদর ও নবাবগঞ্জে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Upjala-02দিনাজপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর সদর ও নবাবগঞ্জ উপজেলায় প্রার্থীদের পতীক বরাদ্দ করেছে জেলা নির্বাচন অফিস। মঙ্গলবার দুপুরে দু’টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক দেয়া হয়।

দিনাজপুর সদরঃ দিনাজপুর সদর উপজেলায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন পেয়েছে (দোয়াত-কলম), বিএনপির বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান জুয়েল পেয়েছেন (কাপ-পিরিচ), বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী নাজমুর রহমান শাহ চৌধুরী (মুকুর চৌধুরী) পেয়েছেন (ঘোড়া), আ’লীগের প্রার্থী মোঃ ফরিদুল ইসলাম পেয়েছেন (আনারস), জাতীয় পার্টির আহমদ শফি রুবেল পেয়েছেন (টেলিফোন) ও জামায়াতের প্রার্থী মাওঃ মোঃ মজিবুর রহমান পেয়েছেন (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান বিএনপির প্রাথী আব্দুল মোন্নাফ মুকুল (তালা), আ’লীগের প্রার্থী কিশোর কুমার পেয়েছেন (চশমা), জামায়াতের এ্যাড. মোঃ মাইনুল আলম পেয়েছেন (টিউলওয়েল), স্বতন্ত্র প্রার্থী বাবু আহমেদ পেয়েছেন (উড়োজাহাজ)।

মহিলা ভাইস বিএনপির দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি পেয়েছেন (পদ্মফুল), বিএনপি অপর প্রার্থী আলহাজ্ব খালেদা পারভীন পেয়েছেন (কলস), আ’লীগের প্রার্থী হাসমিন লুনা পেয়েছেন (প্রজাপতি) ও জামায়াতের প্রার্থী সখিনা খাতুন পেয়েছেন (ফুটবল)।

নবাবগঞ্জ উপজেলাঃ নবাবগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ তরিকুল ইসলাম পেয়েছেন (ঘোড়া), (বিএনপি), আ’লীগের প্রার্থী মোঃ আতাউর রহমান পেয়েছেন (আনারস) আ’লীগের অপর প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন (মোটরসাইকেল), আওয়ামী ছাত্রলীগের প্রার্থী নিজামুল হাসান শিশির পেয়েছেন (টেলিফোন), জামায়াতের প্রার্থী মাওঃ নূরে আলম সিদ্দিকী পেয়েছেন (হেলিকপ্টার), আলহাজ্ব আব্দুল লতিফ (দোয়াত-কলম)।

ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের প্রার্থী ডা. মোশাররফ হোসেন (মাইক) পেয়েছেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহ আলমগীর (তালা) , বিএনপির শাহিনুর ইসলাম (উড়োজাহাজ), বিএনপির বিদ্রোহী খলিলুর রহমান (চশমা), ইসলামী আন্দোলনের মাওঃ হেলাল উদ্দিন (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শেফালী বেগম রেখা (প্রজাপতি), পারম্নল বেগম (বৈদ্যুতিক বাল্ব), শিরিন আখতার (পদ্মফুল), রিনা বেগম (হাস) ও লিপি বেগম পেয়েছেন (কলস) প্রতীক।

Spread the love