শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর সরকারী মহিলা কলেজের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আখতার  বলেছেন, খেলাধুলা মানুষের জীবনকে আলোকিত করে। জীবনকে সমৃদ্ধ করতে লেখাপড়ার পাশাপাশী খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, সমাজ, দেশ এবং পৃথিবীকে আলোকিত করতে খেলাধুলার ভূমিকা সার্চ লাইটের মতো। তিনি সকলের প্রতি লেখাপড়ার পাশাপাশী খেলাধুলার মাধ্যমে জীবনকে প্রতিষ্ঠিত করার আহবান জানান।

গতকাল সোমবার দিনাজপুর সরকারী মহিলা কলেজের আন্তঃ বিভাগ বার্ষিক ক্রিকেট টুর্ণামেন্টের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহিলা কলেজের অধ্যক্ষ একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধক্ষ্য সৈয়দ মোহাম্মদ হোসেন, ক্রীড়া কমিটির আহবায়ক মোজাম্মেল বিশ্বাস, প্রভাষক একেএম রশিদুল হাসান মানিক, মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। ক্রিকেট খেলা পরিচালনা করেন সহকারী অধ্যাপক জিহাদ সরকার, প্রভাষক রাকিবুল হাসান, লাইব্রেরিয়ান রবিউল ইসলাম ও  ক্রীড়া শিক্ষক শাহীনা আখতার বানু। খেলায় বাংলা বিভাগ ২রানে উচ্চ মাধ্যমিক শ্রেণীকে পরাজিত করে। আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করে।

Spread the love