শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর সীমান্তে বিজিবি -বিএসএফ এর পতাকা বৈঠক

মাহাবুর রহমান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর ঘাসুরিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর আমন্ত্রনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সঙ্গে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় দুপুরে ঘাসুরিয়া সীমান্তে মেইন পিলার ২৮৮ সাব পিলার ৪৮এস এর ভারতীয় আগ্রা বিএসএফ ক্যাম্পের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে দু’দেশের মধ্যে সীমান্তে শূণ্যরেখার কৃষকের জমি সংক্রান্ত, সীমান্তের হত্যা, মাদক পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর পূর্বে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) কে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেলঃ মোবারক আলী, ভাইগড় কোম্পানী কমান্ডার নুরুল আমিন এবং ভারতীয় আগ্রা ৯৬ ব্যাটালিয়নের অধিনায় রাজেন সুদ এবং উপ অধিনায়ক নরেশ সহ দু’দেশের বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love