শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে লিঃ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Dinajpur-11 Suihariদিনাজপুর প্রতিনিধিঃ একজন দরিদ্র মানুষ একক প্রচেষ্ঠায় বর্তমান যুগে কখনও উন্নতি করতে পারে না। সমবায়ে মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে যে বিপুল অংকের টাকা পুজি হিসেবে তৈরী হয় । তা দিয়ে দরিদ্র মানুষের কাঙ্খিত স্থানে পৌছাতে সাহায্য করে। সমবায় শিক্ষার মাধ্যমে দরিদ্র মানুষের সামাজিক অর্থনৈতিক মুক্তির একমাত্র সহজ উপায়।  দরিদ্র মানুষের মুল মন্ত্রহল সমবায় শক্তি, সমবায় মুক্তি। সমবায় হলো গরীব ও দরিদ্র মানুষের উন্নতি। সমবায়ের ভিত্তি হলো পরস্পরের প্রতি বিশ্বাস, ভালবাসা, সহনশীলতা, একতা ও সহযোগিতা।

গতকাল বুধবার দিনাজপুর নাভারা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে লিঃ এর ২৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে লিঃ এর সভাপতি ফাবিয়ান মন্ডল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল বিনুস টুডু’র পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক তোহিদুজ্জামান খন্দকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার ও দিনাজপুর জেলা কালব ব্যবস্থাপক গোলাম ফারুক। সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য প্রনয় রোজারিও, রিচার্ড কস্তা, সন্তোষ বর্মন, সুধীর ডি কস্তা, মাইকেল রোজারিও, ক্লেমেট তির্কী, সুশিলা টুডু প্রমুখ।

Spread the love