শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দীপন হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না : হাফিজ

সরকার এ ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেনা উল্লেখ করে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে যখন গণতন্ত্র থাকেনা, তখন ধর্মান্ধ গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নেয়। ফলে এই ধরনের ঘটনা ঘটে।’

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি করেন তিনি।

রোববার দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনের পরিবারের সান্ত¦না দিতে গিয়ে এ কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ।

বিকেল সাড়ে পাঁচটার দিকে নিহতের পরিবাগের বাসায় যান বিএনপির এই নেতা। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত¦না দেন।

শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এরপর বিকাল সাড়ে পাচটার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এ দুটি প্রকাশনা সংস্থা থেকে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল, যিনি গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘তাদের সান্ত¦না দেওয়ার ভাষা নেই। দীপনের বাবা আবুল কাশেম দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ। তিনি স্থিরভাবে বিজ্ঞ ব্যক্তির মতোই এই শোককে মোকাবেলা করেছেন।’

তিনি বলেন, ‘দীপন নিজে ব্লগার ছিলেন না। একজন প্রকাশক মাত্র। আমরা সকল হত্যাকা-ের নিন্দা জানাই। দেশে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে, এটাই আমরা কামনা করি।’

তিনি বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। সরকারের পুলিশ বাহিনী এই সব সন্ত্রাসীদের না খুঁজে গণতন্ত্রকামী লড়াকু মানুষদের খুঁজে বেড়ায়, যারা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আন্দোলন করে। মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নির্যাতন করে। এটাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এজন্য অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।’

দেশে যখন গণতন্ত্র থাকেনা, তখন এই ধরনের ধর্মান্ধ ব্যক্তিরা পরিস্থিতির সুযোগ নেয় উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘আজ যদি নির্বাচিত সরকার এবং গণতন্ত্র থাকতো, মুক্ত বুদ্ধির চর্চা থাকতো তাহলে এই ধরনের ঘটনা অনেক কমে যেতো।’

তিনি বলেন, বিএনপি এই ধরনের ঘটনার নিন্দা জানায় এবং আশা করে সরকার দ্রুত প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।’

পুলিশ বাহিনীকে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘ইতিমধ্যে একজন ব্লগার বলেছেন, এই হত্যকান্ডের জন্য সরকার দায়ী। আমার সেভাবে না বললেও দেশের পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য সরকারকে পরামর্শ দেবো। তদন্ত শুরু করার আগেই সরকারের কর্তাব্যক্তিরা যাতে কাউকে দায়ী না করে। পুলিশ বাহিনী যাতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই পরিবেশ যেন সৃষ্টি করা হয়।’

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি করেন তিনি।

এ সময় বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

 

Spread the love