শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দুর্নীতি মানুষের রক্তের সাথে মিশে গেছে : বদিউজ্জামান

Dudakদুর্নীতি মানুষের রক্তের সাথে মিশে গেছে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, কোন রকমেই এটি দূর করা যাচ্ছে না। তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় দুর্নীতিবাজরা গ্রেফতার হলেও তখন আন্দোলন-সংগ্রাম হয়নি, সুযোগও ছিল না। এখন দুর্নীতিবাজদের ধরলেই বিভিন্ন মাধ্যমে তারা পার পাওয়ার চেষ্টা করে। তবে সম্মিলিতভাবে সবার সহযোগিতা পেলে দুর্নীতি রোধ করা সম্ভব। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্যোশাল করেসপন্ডেন্ট বাংলাদেশ’র আয়োজনে আজ শনিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক শামছুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাকিবুল আহছান, লক্ষ্মীপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম ও স্যোশাল করেসপন্ডেন্টের সংগঠক আবদুল্লা আল মামুন প্রমুখ। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আগত পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের এ সেবা প্রদান করেন।

Spread the love