শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিখোঁজ বিমান অনুসন্ধান কাজ ফের স্থগিত

malaysia ইন্টারন্যাশনাল ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণ ভারত মহাসাগরে বৃহস্পতিবার মালয়েশিয়ার নিখোঁজ বিমান অনুসন্ধ্যানের কাজ ফের স্থগিত করা হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে খারাপ আবহাওয়ার কারণে দুই বার উদ্ধার কাজ স্থগিত করা হল। অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষ (এএমএসএ) জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত সকল বিমান পার্থে ফিরছে এবং জাহাজগুলো অনুসন্ধান এলাকা ত্যাগ করছে। অস্ট্রেলিয়া, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের ৬ টি সামরিক বিমান ও পাঁচটি বেসামরিক বিমান এবং পাঁচটি জাহাজ দক্ষিণ ভারত মহাসাগরের ৭৮ হাজার বর্গ কিলোমিটার এলাকায় নিখোঁজ বিমান অনুসন্ধান কাজে নিয়োজিত রয়েছে। গত ৭ মার্চ শুক্রবার দিবাগত রাত স্থানীয় সময় ১২ টা ৪১ মিনিটে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ নিখোঁজ হয়। বিমানটিতে ১৪ টি দেশের ২৩৯ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমানের সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিলেন চীনের। বুধবার কৃত্রিম উপগ্রহের ছবিতে সাগরে শতাধিক ভাসমান বস্ত্তর চিত্র পাওয়ার কথা জানায় মালয়েশিয়া। তবে উদ্ধার অভিযানের সময় এরকম কোন বস্ত্তর অসিত্মত্ব পাওয়া গেছে কিনা সে ব্যাপারে এএমএসএ কিছু জানায়নি। বৃহস্পতিবার উদ্ধার অভিযান স্থগিত করার আগে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো পাথের্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আড়াই হাজার কিলোমিটার এলাকায় ব্যাপক বজ্রবৃষ্টি ও বিশাল ঢেউয়ের পূর্বাভাস দিয়েছিল। উল্লেখ্য, সাগর উত্তাল ও প্রবল বাতাসের কারণে দক্ষিণ ভারত মহাসাগরে উদ্ধার অভিযান নিয়মিত ব্যাহত হচ্ছে।

Spread the love