শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেবীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

রাসেল আহম্মেদ প্রধান,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ দেবীগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার একটি শোক র‌্যালি, চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এ উপলক্ষে সকালে একটি শোক র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে  উপজেলা পরিষদ  হল রুমে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্ব করেন। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ হাসনাৎ জ্জামান চৌধুরী (জজ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা মহিলা-ভাইচ চেয়ারম্যান মোঃ লুৎফুর নাহার লাকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম নুরজ্জামান ,আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী ,উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মহমত্ম প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। অনুষ্টান শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ইসলামিক ফাউন্ডেশনের  সকল সদস্য ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।

Spread the love