শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবীগঞ্জ ডিগ্রী কলেজকে জাতীয় করনের দাবীতে ও দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ নিয়ে প্রথম আলোর সংবাদে ক্ষোভ প্রকাশ।

আব্দুল কাইউম-দেবীগঞ্জ প্রতিনিধি :

মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার পুর্ব ঘোষিত প্রতিটি উপজেলায় একটি কলেজ জাতীয় করনের আওতায়  আনয়নের সিদ্ধান্ত করনে ইতি মধ্যে পুর্ব ঘোষনার আলোকে সমগ্র বাংলাদেশ ব্যাপী ১৯৯টি কলেজকে জাতীয় করন করার প্রক্রিয়ায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ জাতীয় করনের আওতায় অন্তরভুক্ত হয়। এই মহিলা ডিগ্রী কলেজটি জাতীয় করন হওয়ায় দেবীগঞ্জ ডিগ্রী কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীগন সহ এলাকার কিছু সুধীমহল গতকাল রবিবার দেবীগঞ্জ ডিগ্রী কলেজকে জাতীয় করনের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল সহ মানব বন্ধন করেন। দেবীগঞ্জ ডিগ্রী কলেজের দাবি ১৯৭২ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়, অথচ দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা বর্ষ ১ম স্থান অধিকারী, জেলা পর্যায়ে আই.সি.টি কর্মসচীতে ১ম স্থান অধিকারী সহ একমাত্র শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু রয়েছে। ইতি পুর্বে মহিলা ডিগ্রী কলেজটির প্রত্যেক শিক্ষকের এ.সি.আর ও কলেজের অডিট রিপোর্টের প্রেক্ষিতে কলেজটির অবিভাবক পঞ্চগড়-২ আসনের মাননীয় সংসদ এ্যাডঃ নুরুল ইসলাম সুজন সাহেবের ডি.ও লেটারের আলোকে মাননীয় প্রধান মন্ত্রী নারী শিক্ষার উন্নয়নে দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজকে জাতীয় করনের আওতায় অন্তরভুক্ত করেন। গতকাল সমবার ১১জুলাই/১৬ইং দৈনিক প্রথম আলো পত্রিকায় শিক্ষা কলাম পাতার সংবাদ দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজকে জাতীয় করন হইতে বাদ দিয়ে দেবীগঞ্জ ডিগ্রী কলেজকে জাতীয় করন করার দাবী রাখেন। উল্লেখ যে, দেবীগঞ্জ কলেজটির একটি পুরাতন ঐতিহ্যবাহী কলেজ। যথেষ্ট পরিমান অবকাঠামো রয়েছে। কলেজটিতে ৩টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এই বলেজটিও জাতীয় করনের প্রয়োজনীয় সবকিছু পরিপুর্ন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুহৃদয়ের সান্নিধ্যে সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকা বাসীর আবেদন দেবীগঞ্জ ডিগ্রী কলেজকে ১৯৯টি জাতীয় করন (সরকারী) কলেজের সাথে যোগ করে এলাকা বাসী, ছাত্র, শিক্ষক সকলের ক্ষোভ নিবারন ও মনের আশা পুর্ন করন।

Spread the love