শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশপ্রেমিক সরকার রাষ্ট্র পরিচালনা করায় দেশে উন্নয়ন তরান্বিত হয়েছে-এমপি খালিদ মাহমুদ চৌধুরী

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি দেশপ্রেমিক সরকার রাষ্ট্র পরিচালনা করায় দেশে উন্নয়ন তরান্বিত হয়েছে। তিনি বলেন, ব্যয় বেশী নয়। তবে অনেক গুরুত্বপূর্ণ এবং দলিল লেখকদের জন্য অপরিহার্য শেড। এর মাধ্যমে জনগণও সুষ্ঠু পরিবেশে দলিল লেখার কাজ সম্পাদন করতে পারবে। বিরল পৌরসভা করতে পারায় অনেক সমস্যার সমাধান করা সহজ হয়েছে। পৌরসভা করা হয়েছে মানুষের সেবার জন্য। এখনো ৩ বছর হয়নি আমরা উন্নয়নে প্রায় সাড়ে ৫ কোটি টাকার কাজ করেছি। পৌরসভা না হলে এত উন্নয়ন হতো না। ২০ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর বিরল উপজেলার পৌর শহরে পৌরসভার বাস্তবায়নে বিরল সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির শেডঘর এর ফলক উন্মোচনী শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। বিরল সাব রেজিষ্ট্রার মোঃ রজব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, জেলা রেজিষ্ট্রার মোঃ ইমদাদুল হক, সাবেক জেলা রেজিষ্ট্রার রণজিৎ কুমার সিংহ প্রমুখ। যুবলীগ নেতা মোঃ ফরহাদুর রহমান সেলিম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ সবুজার সিদ্দিক সাগর, ইউপি চেয়ারম্যান ও দলিল লেখক মিজানুর রহমান, বিরল দলিল লেখক সমিতির সভাপতি সামসুল আলম মিলন প্রমুখ। এরপর এমপি খালিদ মাহমুদ চৌধুরী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কালিয়াগঞ্জ-মঙ্গলপুর-ধুকুরঝাড়িসহ বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানের প্রথমে বিরল দলিল লেখক সমিতির পক্ষ থেকে সভাপতি সামসুল আলম মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।

Spread the love