বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের গুণীজনদের সাথে প্রধানমন্ত্রীর চা-চক্র

Bpm শুক্রবার বিকাল সাড়ে ৩টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে দেশের গুণীজনদের সাথে এক চা-চক্রে মিলিত হন। চা-চক্রে কবি-সাহিত্যিক, শিল্পী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।  শুরুতেই প্রধানমন্ত্রী সবার সাথে কুশল বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। চা-চক্র অনুষ্ঠানের পর সবার সাথে বসে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। অনুষ্ঠানে একের পর এক গান ও কবিতা আবৃত্তি করা হয়।
চা-চক্র অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কবি কাজী রোজী, এটর্নি জেনারেল মাহবুবে আলম, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা পিযূষ বন্দোপাধ্যায়, আলী যাকের, গোলাম কুদ্দুস প্রমুখ। গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বিটিভির মহাপরিচালক ম. হামিদ, শাইখ সিরাজ, গোলাম সারওয়ার, ইমদাদুল হক মিলন, নঈম নিজামসহ আরো অনেকে। শিক্ষকদের মধ্যে ঢাবি উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, ড. আনোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ। আর আওয়ামী লীগ নেতাদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম, আবুল মাল আব্দুল মুহিত, এইচটি ইমাম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, গওহর রিজভী, ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ চা-চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Spread the love