শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে হলে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত করতে হবে

দিনাজপুর প্রতিনিধি: কর্মজীবী নারী দিনাজপুর আয়োজিত খাজা নাজমুদ্দিন হলে ‘‘আগ্রগতির মূল কথা, নারী-পুরুষ সমতা’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস- ২০১৪ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মজীবী নারী দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ সিরাজুম মুনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মজীবী নারী’র উপদেষ্ঠা ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক এ্যাডঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের সহকারী  অধ্যাপক ড. মাসুদুল হক। উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এ্যডঃ ছন্ধ্যা রাণী দাস, প্রভাষক মহসেনা আরা, সাংগঠনিক সম্পাদক হামিদুন নাহার, মোনাসেফি মার্লিন, রেনি ও শুভ্রা বেগম। স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারীর দিনাজপুরের যুগ্ম সম্পাদক মাসুদা পারভীন মুক্তা। সভা পরিচালনা করেন এ্যাডঃ খুর্শিদা পারভীন জলী। বক্তারা বলেন দেশে ৮৭ শতাংশ বিবাহিত নারী স্বামীর ঘরে কোন না কোন সময় নির্যাতনের শিকার হচ্ছে। ৬৫ শতাংশ বিবাহিত নারী স্বামীর দ্বারা শারীরিক নির্যাতন হয়। ৮২ শতাংশ নারী মানুষিক, ৩৬ শতাংশ নারী যৌন নির্যাতন ও ৫৩ শতাংশ নারী অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। নারীরা শুধু ধরে নয় কর্মক্ষেত্রেও নিরাপদ নয়। এই অবস্থার পরিবর্তন খুবই জরুরি। ভেদাভেদ নয়, বৈষম্য নয় আসুন আমরা আমাদের প্রচলিত দৃষ্টিভঙ্গিঁ ও আচারণের পরিবর্তন করি মনে রাখবেন দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে হলে নারী -পুরুষের সমতা প্রতিষ্ঠিত করতে হবে।

Spread the love