মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ পরিচালনায় কোন শক্তি?’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আছে কী না সেটা বলা মুশকিল। যদিও তারা (আওয়ামী লীগ) অন্যায়ভাবে ক্ষমতায় আছে, তারপরও বলতে হয় অবৈধভাবে ক্ষমতায় থেকেও তারা নিজেরা কি দেশ শাসন করছে? নাকি তাদের পেছনে অন্য আরো কোনো শক্তি কাজ করছে, সেটাও দেশের মানুষ আজ চিন্তা করতে হবে।’

বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে জোটের শরিক দল জাতীয় পার্টির (কাজী জাফর) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘দেশের এই অবস্থায় জনগণকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। দেশের মানুষকে নিরাপত্তহীনতা থেকে উদ্ধার করতে হবে। গণতন্ত্রহীনতা, আইনের শাসন, মৌলিক ও মানবাধিকবার ফিরিয়ে আনা দায়িত্ব। কারণ এখন জনগণ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়।’

“দেশে এর আগে কখনো এমন টার্গেট কিলিং ঘটেনি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে। এটা পরিকল্পিত। আওয়ামী লীগের লোক এতে জড়িত। এই জন্যই হাসিনা বলেছে, সে সব জানে। সবকিছু জেনেও এদেরকে ধরে না। এদের অনেককে বিদেশে পাঠিয়ে দিয়ে এখন সাধারণ নিরীহ মানুষকে গ্রেপ্তার করছে।”

তিনি বলেন, ‘অভিযানের নামে বিএনপি, অন্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে মানুষের ঠাঁই হচ্ছে না। বাথরুমে পর্যন্ত ঠাঁই নিচ্ছে মানুষ। ক্রসফায়ার করছে। এই হচ্ছে দেশ পরিচালনার নমুনা। একদিকে ব্যাংক ডাকাতি করছে, অন্যদিকে মানুষ হত্যা করছে।’

গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি সংগ্রাম করছে জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ অত্যচারী দল। স্বাধীনতা পরেও অত্যাচার করেছে, এখনও করছে। হিন্দুদের ওপর অত্যাচার করছে, তাদের দেশ ছাড়তে বাধ্য করছে। আওয়ামী লীগের অধীনে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’

ইফতার মাহফিলে মুলমঞ্চে খালেদা জিয়ার সঙ্গে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, চেয়ারম্যান ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, এনপিপি সভাপতি গোলাম মোস্তফা, সাম্যবাদী দলের মহাসচিব কমরেড সাঈদ আহমেদ, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান, খেলাফত মজলিসের নায়েবে আমির মুজিবুর রহমান পেশোয়ারী ইফতার করেন।

বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আজম খান অংশ নেন।

এ ছাড়া জোটের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ ন্যাশনাল  আওয়ামী পার্টি-ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, এম এম আমিনুর রহমান, লেবার পার্টিও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব প্রফেসর আবদুল করিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহাসচিব খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইসলামিক পার্টির মহাসচিব মো. আবুল কাশেম, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল ইসলাম ঈসা প্রমুখ অংশ নেন।

ইফতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহও ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন।

 

Spread the love