শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতপুরে আ’লীগের দুই প্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

দৌলতপুর, কুষ্টিয়া :কুষ্টিয়ার দৌলতপুর হাসপাতালে মাতৃভাউচার প্রকল্পের টেন্ডার কে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্য সহ ১০ জন আহত হয়েছে।

হাসপাতাল সুত্র জানায়, গতকাল সোমবার ৫০ শয্যার দৌলতপুর হাসপাতালে মাতৃভাউচার (ডিএসএফ) প্রকল্পের ঔষধ এবং মা ও শিশুর উপহার সামগ্রী সরবরাহের টেন্ডারের দরপত্র দাখিলের শেষ দিন ছিল। টেন্ডার কে কেন্দ্র করে দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই টোকন চৌধুরী ও তার প্রায় দু-শতাধিক ক্যাডার বাহিনী সকাল ৯ টা থেকে হাসপাতালের টেন্ডার বাক্স ঘিরে রাখে। এর প্রতিবাদে আওয়ামীলীগ নেতা আতিক সরদার ও সুমন গ্রুপের ক্যাডাররা প্রতিবাদ জানালে দু-গ্রপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সেখানে ২ রাউন্ড গুলি বর্ষণ ও ৫/৬ টি ককটেলের বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা জানায়। বেলা ১ টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় পুলিশ কনস্টেবল বজলুর রহমান (৪২) ও ব্যাটালিয়ন আনসার সদস্য আনিচুর রহমান (৪০) মনিরুল (৩৬) রফিকুল (৩৫) শামীম (১৯) সহ ১০ জন আহত হয়। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Spread the love