বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দ. কোরিয়ায় ফেরি থেকে লাশ উদ্ধার স্থগিত

07 South Koreanসাগর উত্তাল থাকায় দক্ষিণ কোরিয়ার উপকূলে ডুবে যাওয়া ফেরি থেকে লাশ উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। নিখোঁজ অনেকের আর কখনো সন্ধান নাও পাওয়া যেতে পারে এমন উৎকন্ঠার মধ্যেই এ অভিযান স্থগিত করা হলো।

ছয় হাজার ৮শ ২৫ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ফেরিটি ডুবে যাওয়ার ১৭ দিন পর এখনো ৭৪ জন নিখোঁজ থাকার এবং ২২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

কোস্টগার্ড মুখপাত্র কো-মিউং-সুক শনিবার সাংবাদিকদের বলেন, ‘ডুবুরিরা প্রবল স্রোত ও দমকা হাওয়ায় সৃষ্ট বড় বড় সামুদ্রিক ঢেউয়ের কারণে শুক্রবার রাত ও আজ সকালে উদ্ধার অভিযান চালাতে পারেনি।’

তিনি জানান, সেখানে উদ্ধার অভিযান চালাতে শতাধিক ডুবুরি প্রস্ত্তত রয়েছে।

উলে­খ্য, গত ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এদের মধ্যে তিন শতাধিক শিক্ষার্থী ছিল।

 

Spread the love