শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধান ক্ষেতে মাছ চাষের ১ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত

Paddyদিনাজপুর প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আউলিয়াপুর ইউনিয়ন ফেডারেশন অফিসরুমে আরডিআরএস বাংলাদেশ, দিনাজপুর ইউনিট অফিস আয়োজিত ধান ক্ষেতে মাছ চাষের ১ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রকল্পের আওতায় দিনাজপুর সদরের ২টি ইউনিয়নের, বীরগঞ্জে ১টি ইউনিয়নে এবং বোচাগঞ্জে ১টি ইউনিয়নে এই প্রশিক্ষন পর্যাক্রমে বাস্তবায়িক হচ্ছে।

৩০ জনকে বিনা মূল্যে ধান ক্ষেতে মাছ চাষ প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে বিনা মূল্যে গেপ তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয় এবং ১৫ জন কৃষককে পুকুরে মাছ চাষ প্রশিক্ষন দেয়া হয় ও বিনামূল্যে পোনা বিতরণ করা হয়। উক্ত প্রশিক্ষনের আওতায় বিনা মূল্যে ১২০ জন কৃষককে মূলা, শশা, কলমি, পুঁই, সিমসহ শাকসবজির বীজ বিতরণ করা হয়।  প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন আরডিআরএস বাংলাদেশ, দিনাজপুর ইউনিটের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন। এসময় উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন কৃষক ফেডারেশন পরিচালনা কমিটির সভাপতি মোছাঃ মনি বেগম, আউলিয়াপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মোছাঃ জাহানারা সহ কৃষকবৃন্দ ও ফেডারেশনের সদস্যবৃন্দ।

Spread the love