শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে ক্ষতিকর বিভিন্ন পানীয় ড্রিংকস হুমকির মুখে জনস্বাস্থ্য

মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হাটবাজার, পাড়া মহল্লার মুদি দোকান অনুমোদনহীন ঔষধের দোকান এবং হোটেলরেস্টুরেন্টগুলোতে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন পানীয় ড্রিংকস হুমকির মুখে জনস্বাস্থ্য৷ প্রশাসন দেখেও যেন দেখছে না?

সরেজমিনে দেখা যায়, উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর বাজারসহ গ্রামের ছোট ছোট দোকানগুলোতেও খোলামেলা অবস্থায় বিভিন্ন নাম ও দামের এসব ড্রিংকস এ্যানার্জি ড্রিংকস নামে অহরহ বিক্রি হচ্ছে৷ হর্স পাওয়ার, জিনসিন, জিনসিন পাওয়ার ইত্যাদি নামের চটকদার রংয়ের বাহারী মোড়কে বোতলজাত এসব পানীয় নির্বিঘ্নে দোকানীরা চড়া দামে বিক্রি করছেন৷ এমনকি ঔষধের দোকানেও এসব পানীয় ক্রেতা৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানীকে এসব বিক্রির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কোম্পানীর এসআর বা পাইকারী বিক্রেতারা তাদেরকে এসব কাজে পানীয় সরবরাহ করে৷ সরকারী কোন নির্দেশনা না থাকায় তারা অনায়াসে এসব যৌন উত্তেজক পানীয় বিক্রি করছেন৷ বোতলের গায়ে ১৮+ বা শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য লেকা থাকে৷ অভিভাবক ও সচেতন মহল এসব যৌন উত্তেজক পানীয় নিষিদ্ধ ও বাজারজাত বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন৷

 

Spread the love