শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকে পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধের শিক্ষা দিতে হবে- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তৌফিক ইমাম

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তৌফিক ইমাম বলেছেন, নতুন প্রজন্মকে পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধে শিক্ষা দিতে পারলে দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। প্রতিটি মানুষকে হতে হবে সৎ এবং মুল্যবোধ সম্পন্ন ব্যক্তি।

গতকাল মঙ্গলবার শিশু একাডেমী দিনাজপুর মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর আয়োজিত ২ দিন ব্যাপী  দুর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  জেলা দুর্নীতি  দমন (দুদক) দিনাজপুর এর উপ-পরিচালক আব্দুল করিম এর সভাপতিত্বে বিচারক হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।  মডারেটর হিসেবে দায়িত্ব পালণ করেন দুদক এর সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ ও মিচুয়েল ব্যাংক লিঃ এর ম্যানেজার মোঃ তাইমুর হাসান। গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারী ২ দিন ব্যাপী দুর্নীতি বিরোধী মনোভাব সৃস্টিতে পরিবারের ভুমিকা মুখ্য  বিষয় বস্ত্তকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা, নীলফামারী জেলা, পঞ্চগড় জেলা এবং দিনাজপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা পক্ষ বিপক্ষ দলের বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল দিনাজপুর জেলা দল প্রথম স্থান এবং পঞ্চগড় দল দ্বিতীয় স্থান অধিকার করে। সেরা বক্তা হিসেবে পঞ্চগড় জেলা দলের এইচএম সাকিব নির্বাচিত হয়।

Spread the love