শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবম সংসদে ১০৪ কোটি টাকার সময় নষ্ট: টিআইবি

নবম সংসদে সাংসদদের কোরাম সংকটের কারণে মোট ২২২ ঘণ্টা ৩৬ মিনিট সময় নষ্ট হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর অর্থমূল্য প্রায় ১০৪ কোটি টাকা।

 গতকাল  মঙ্গলবার সকালে টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঢাকার সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।

টিআইবি বলছে, সংসদে কোরাম সংকটের কারণে যে সময় নষ্ট হয়েছে, এর অর্থমূল্য প্রায় ১০৪ কোটি টাকা। এর মধ্যে বিরোধী দলের সাংসদদের সংসদ বর্জনের অর্থমূল্য প্রায় চার কোটি টাকা।

Spread the love